Sunday, October 14, 2018

রক্তচোষা জোঁক সারাবে ক্যান্সার, নিয়ন্ত্রণে রাখবে ডায়াবেটিস!

রক্তচোষা জোঁক সারাবে ক্যান্সার, নিয়ন্ত্রণে রাখবে ডায়াবেটিস!

ক্যান্সারের কথা শুনলেই শরীর শীতল হয়ে আসে। আর জোঁককে ভয় পান না এমন মানুষ বিরল। অথচ ভয়ঙ্কর এই ক্যান্সারকে ভীতিকর জোঁক দিয়ে দূর করার পদ্ধতি চিকিৎসাসেবায় যুক্ত হয়েছে। যাকে বলা হচ্ছে-‘জোঁক থেরাপি’। বেশ কয়েকটি জটিল রোগের চিকিৎসায় জোঁককে কীভাবে কাজে লাগানো হচ্ছে তা নিয়ে আলোচনা করা হচ্ছে-

রক্তচোষা জোঁক সারাবে ক্যান্সার, নিয়ন্ত্রণে রাখবে ডায়াবেটিস!জোঁককে কাজে লাগিয়ে এই চিকিৎসা শুরু হয় যেভাবে : 

 জোঁককে কাজে লাগিয়ে জটিল রোগ নিরাময়ের থেরাপির নাম ‘জোঁক থেরাপি’। এই অভিনব পদ্ধতিতে চিকিৎসা শুরু হয় ২০০৪ সালে। এই সময় একাধিক গবেষণায় প্রমাণিত হয় যে, জোঁক বাস্তবিকই নানাভাবে মানবশরীরের উপকারে আসে।
হার্টের কর্মক্ষমতা বাড়ায় :
  ২০১১ সালের একটি গবেষণায় দেখা যায়, ঠিক পদ্ধতিতে জোঁককে ব্যবহার করলে সারা শরীরে রক্তের সঞ্চালন বেড়ে যায়। ফলে স্বাভাবিকভাবেই হার্টের কর্মক্ষমতা বাড়তে থাকে। আসলে জোঁকের স্যালাইভা বা লালা এক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে। অলটারনেটিভ মেডিসিন রিভিউ জার্নালে প্রকাশিত এক গবেষণায় দাবি করা হয়েছে, ব্লাড ক্লট এবং পা ফুলে যাওয়ার মতো সমস্যা কমাতেও এই পদ্ধতি বিশেষ ভূমিকা পালন করে।

ক্যান্সারের প্রকোপ কমায় : 

 এই মরণ রোগের চিকিৎসায় বেশ সহায়ক ভূমিকা পালন করে জোঁক। একাধিক গবেষণায় দেখা গেছে, অন্য ওষুধের পাশাপাশি ক্যান্সার রোগীর শরীরে যদি জোঁকের স্যালাইভা প্রবেশ করানো যায়, তাহলে স্তন, মেলানোমা, ফুসফুস এবং প্রস্টেট ক্যান্সারের প্রকোপ অনেকাংশেই কমানো সম্ভব।

ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে : 

 বিশেষজ্ঞদের মতে, আগামী ২০ বছরের মধ্যে সারা বিশ্বে প্রায় ৩৬ কোটি মানুষ ডায়াবেটিসে ভুগবে। বেশ কিছু গবেষণায় দেখা গেছে, রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি ডায়াবেটিসের কারণে হওয়া নানাবিধ জটিলতা কমাতে জোঁক থেরাপি দারুণ কার্যকর।

ছোঁয়াচে রোগের প্রকোপ কমায় : 

জোঁকের শরীরে থাকা ডেস্টাবিলেস নামক এক ধরনের প্রোটিন আমাদের শরীরে প্রবেশ করার পর সব ধরনের জীবাণুকে মেরে ফেলে রোগের প্রকোপ কমাতে সাহায্য করে।
প্রসঙ্গত, ২০০৩ সালে হওয়া একটি গবেষণায় দেখা গেছে, জোঁকের শরীরে থাকা নিউরোসিগনালিং এবং অ্যান্টিমাইক্রোবিয়াল পেপটাইড যে কোনো ধরনের সংক্রমণকে কমাতে বিশেষ ভূমিকা পালন করে।

অস্টিওপোরোসিসের চিকিৎসা :

  জয়েন্টে ব্যথা হলে সেসব জায়গায় কিছু সময় জোঁককে রাখলে সেখানে রক্ত সরবরাহ প্রক্রিয়ার উন্নতি ঘটে। ফলে অস্টিওপোরোসিসের মতো রোগীরা অনেক উপকৃত হন।

কানের যন্ত্রণা কমায় : 

 বেশ কিছু গবেষণায় দেখা গেছে, কানের ক্রণিক যন্ত্রণা কমাতে জোঁকের কোনো বিকল্প নেই। এক্ষেত্রে একটা জোঁক কানের পিছনে, আর একটি কানের সামনে কিছু সময় রেখে দিতে হবে। এমনভাবে ৩-৪ দিন করলেই যন্ত্রণা একেবারে কমে যাবে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম
প্রধানমন্ত্রী সৌদি যাচ্ছেন

প্রধানমন্ত্রী সৌদি যাচ্ছেন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রধানমন্ত্রী সৌদি যাচ্ছেন 

প্রধানমন্ত্রী শেখ হাসিনাপ্রধানমন্ত্রী শেখ হাসিনা তিন দিনের সফরে আগামী মঙ্গলবার সৌদি আরবে যাচ্ছেন। পরদিন বুধবার সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজের সঙ্গে রিয়াদে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তিনি। ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় ও রিয়াদে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা রোববার সন্ধ্যায় প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।
২০১৪ সালে ক্ষমতায় আসার পর এ নিয়ে চতুর্থবার সৌদি সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। সর্বশেষ এ বছরের এপ্রিলে সৌদি নেতৃত্বাধীন ২৩ দেশের যৌথ সামরিক মহড়া ‘গাল্ফ শিল্ড-১’-এর সমাপনী অনুষ্ঠানে যোগ দিতে তিনি সৌদি আরব সফর করেন।
কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, দুই শীর্ষ নেতার আলোচনায় ব্যবসা ও বিনিয়োগ, সৌদিতে বাংলাদেশের কর্মী নিয়োগ, প্রতিরক্ষা ও নিরাপত্তা এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তিতে সহযোগিতার মতো বিষয়গুলো গুরুত্ব পাবে।
রিয়াদের কূটনৈতিক সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর এই সফরে ব্যবসা ও বিনিয়োগের পাশাপাশি মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ দেশটিতে বাংলাদেশের কর্মী নিয়োগ ও তাঁদের সুরক্ষার বিষয়টিতে বেশি গুরুত্ব দেওয়া হবে। বিশেষ করে, যেসব বাংলাদেশির ফিরে আসার ঝুঁকি আছে, তাঁদের সেখানে কাজের সুযোগ নিশ্চিত করার অনুরোধ জানাবে বাংলাদেশ। এ বিষয়ের পাশাপাশি রোহিঙ্গা সমস্যা সমাধানে সৌদি সমর্থন, সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের কর্মকাণ্ডের মতো দ্বিপক্ষীয়, আন্তর্জাতিক বিভিন্ন বিষয় আলোচনায় আসতে পারে।
এবার সৌদি সফরের সময় ১৭ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা রিয়াদে বাংলাদেশ দূতাবাসের নতুন ভবনের উদ্বোধন করবেন। একই দিনে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। পরদিন পবিত্র ওমরাহ পালন করবেন তিনি।
চুম্বনের আগে... Imran Hasmi

চুম্বনের আগে... Imran Hasmi


চুম্বনের আগে... Imran Hasmi 


ইমরান হাশমি‘#মি টু’ অভিযান গ্ল্যামার জগতে একের পর এক মানুষের মুখোশ খুলছে। আর এই অভিযানকে ঘিরে ফিল্মি জগতে একের পর এক ব্যক্তি তাঁদের প্রতিক্রিয়া জানাচ্ছেন। এ ব্যাপারে এবার মুখ খুললেন বলিউডের ‘সিরিয়াল কিসার’ নামে পরিচিত নায়ক ইমরান হাশমি। এই বলিউড তারকা পর্দায় যেকোনো সাহসী এবং চুম্বন দৃশ্যের জন্য জনপ্রিয়। ইমরান ‘#মি টু’ আন্দোলনকে সমর্থন করে তাঁর প্রতিক্রিয়া জানিয়েছেন।
ইমরান হাশমিঅভিনেত্রী তনুশ্রী দত্তর সঙ্গে ইমরান ‘আশিক বানায়া’ ছবিতে কাজ করেন। আর এই ছবির মাধ্যমে তনুশ্রীর সঙ্গে তাঁর পরিচয়। ইমরান হাশমি বলেন, তাঁর প্রযোজনা সংস্থা কোনোভাবেই এ ধরনের ঘটনাকে সমর্থন করে না। চুম্বনের দৃশ্য নিয়ে ইমরান বলেন, ‘কোনো চুম্বন অথবা অন্তরঙ্গ নাচের দৃশ্য শুট করার আগে আমরা একে অপরের (নায়ক-নায়িকা) সঙ্গে অনেকটা সময় কাটাই। আর আমরা প্রচুর কথা বলি। যখন দুজনের মনে হয় এই দৃশ্যের জন্য আমরা মানসিকভাবে পুরোপুরি প্রস্তুত, তখন সেই দৃশ্যটা করি। ছবির নায়িকার যদি কোনো বিষয়ে অস্বস্তি বা আপত্তি থাকে, তাহলে আমরা সেই দৃশ্য শুট করি না। এ ধরনের হেনস্তার ঘটনার প্রতি আইনি ব্যবস্থা নেওয়া প্রয়োজন। আর একটি কমিটিও গঠন করা উচিত।’
ইমরান হাশমিবলিউডে ‘#মি টু’ সাইক্লোন শুরু হয়েছে দিন কয়েক আগে। বলিউড অভিনেত্রী ও সাবেক ভারত সুন্দরী বলিউডের কিছু মানুষের মুখোশ টেনে ছিঁড়ে দেন। নানা পাটেকারের মতো অভিনেতার বিরুদ্ধে আওয়াজ তুলতে এতটুকু ভয় পাননি তনুশ্রী। ১০ বছর আগে ‘হর্ন ওকে প্লিজ’ ছবির সেটে তিনি যৌন হেনস্তার শিকার হয়েছিলেন। আর ঘটনাটি নানা পাটেকার ঘটিয়েছেন বলে তনুশ্রীর অভিযোগ। তনুশ্রীর আওয়াজকে আরও জোরদার করতে ধীরে ধীরে শামিল হচ্ছে একাধিক আওয়াজ। আরও নির্যাতিতা তাঁদের সঙ্গে হওয়া অন্যায়ের বিরুদ্ধে আজ প্রতিবাদ করছেন। তাই আজ অলোক নাথ, রজত কাপুর, পীযূষ মিশ্র, সুভাষ ঘাই, সুভাষ কাপুর, সাজিদ খান, অনু মালিক, অভিজিৎ, চেতন ভগত, কৈলাস খেরের মতো মানুষদের আসল চেহারা প্রকাশ্যে এসেছে। এমনকি অমিতাভ বচ্চন ও সালমান খানের মতো সুপারস্টারের দিকেও আঙুল উঠেছে।
সৌদির ৫ প্রিন্স ‘গুম’

সৌদির ৫ প্রিন্স ‘গুম’

সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান, সৌদির ৫ প্রিন্স ‘গুম’ 

সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ছবি: এএফপিসৌদি আরবের বর্তমান বাদশাহ ও যুবরাজ মোহাম্মদ বিন সালমানের কট্টর সমালোচক সাংবাদিক জামাল খাসোগি নিখোঁজের পর এবার রাজপরিবারের পাঁচজন প্রিন্স নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেল। জামাল খাসোগির ঘটনায় যুবরাজের সমালোচনায় করায় রাজপরিবারের ওই সদস্যদের ‘গুম’ করা হয়েছে বলে অভিযোগ করেছেন স্বেচ্ছায় নির্বাসনে থাকা যুবরাজ খালিদ বিন ফারহান আল-সৌদ।

যুক্তরাজ্যের প্রভাবশালী পত্রিকা দ্য ইন্ডিপেনডেন্টকে এক সাক্ষাৎকারে এমনটাই দাবি করেছেন প্রিন্স খালিদ বিন ফারহান। জামাল খাসোগির আগে তিনিই সৌদি যুবরাজের রোষানলে ছিলেন বলেও মন্তব্য করেন। প্রিন্স ফারহান এখন স্বেচ্ছানির্বাসনে আছেন জার্মানিতে।

ফারহান ইন্ডিপেনডেন্টকে জানান, রাজপরিবারের ওই পাঁচ সদস্য আধুনিক সৌদি আরবের প্রতিষ্ঠাতা রাজা আবদুল আজিজের নাতি। গত সপ্তাহে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে এক বৈঠকে প্রিন্সরা সাংবাদিক খাসোগি নিখোঁজের সমালোচনা করেছিলেন। এরপরই তাঁদের আটক করা হয় এবং তাঁদের কোথায় রাখা হয়েছে, তা জানা যায়নি।

ফারহান বলেন, ঠিক পাঁচ দিন আগে কয়েকজন প্রিন্স সালমানের সঙ্গে দেখা করতে যান। তাঁরা যুবরাজ সালমানকে বলেন, তাঁরা আসলে সৌদি রাজপরিবারের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত। এ সময় তাঁরা খাসোগির ঘটনার কথা উল্লেখ করেন। পরের তাঁদের সবাইকে কারাগারের পাঠানো হয়।
২ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটের ভেতরে ঢোকার পর সেখান থেকে আর বেরিয়ে আসেননি খাসোগি।

সৌদি যুবরাজের মোহাম্মদ বিন সালমানের কড়া সমালোচক সৌদি সাংবাদিক খাসোগি গ্রেপ্তার–আতঙ্কে এক বছর আগে দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে স্বেচ্ছানির্বাসনে ছিলেন। তিনি ওয়াশিংটন পোস্টে কলাম লিখতেন। ব্যক্তিগত কাগজপত্রের প্রয়োজনে ২ অক্টোবর সৌদি কনস্যুলেট ভবনে তিনি প্রবেশ করেন এবং সেখান থেকে আর বেরিয়ে আসেননি। বলা হচ্ছে, সৌদি থেকে দুটি ব্যক্তিগত বিমানে আসা ১৫ সদস্যের একটি স্কোয়াড কনস্যুলেট ভবনের ভেতর খাসোগি হত্যায় অংশ নেয়। হত্যার পর ওই স্কোয়াড দ্রুত তুরস্ক ত্যাগ করে। তুরস্কের স্থানীয় দৈনিকগুলোয় ওই ১৫ জনের ছবি ও পরিচয় প্রকাশ করা হয়েছে। এর মধ্যে তিন ব্যক্তি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে নিরাপত্তা দেওয়ার দায়িত্বে নিয়োজিত বিশেষ ইউনিটের সদস্য। এদের একজন সৌদি নিরাপত্তা বাহিনীর ফরেনসিক বিভাগের প্রধান।

ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেট ভবনের ভেতরে সাংবাদিক জামাল খাসোগি ‘হত্যার’ তথ্য–প্রমাণ রয়েছে বলে দাবি করেছে তুরস্ক কর্তৃপক্ষ। এ ব্যাপারে তাদের কাছে অডিও-ভিডিও, সাক্ষ্য–প্রমাণ থাকার কথা জানিয়েছে দেশটি। এদিকে খাসোগি নিখোঁজের ঘটনা তুরস্কের সঙ্গে যৌথভাবে তদন্তে সৌদি প্রতিনিধিদল গতকাল শুক্রবার তুরস্কে পৌঁছেছে।

শনিবার বিবিসি অনলাইনের খবরে বলা হয়েছে, ঘটনাটি তদন্তে যুক্ত তুর্কি গোয়েন্দা বিভাগের একজন বিবিসিকে জানিয়েছেন, খাসোগিকে হত্যার ব্যাপারে ‘তথ্য–প্রমাণ’ রয়েছে তাঁদের কাছে।
ওয়াশিংটন পোস্টকে একটি সূত্র জানিয়েছে, খাসোগিকে মারধরের শব্দ শোনা গেছে। রেকর্ডিং থেকে বোঝা গেছে, খাসোগিকে হত্যার পর কেটে টুকরো টুকরো করা হয়েছে। আরেকটি সূত্র ওয়াশিংটন পোস্টকে জানিয়েছে, খাসোগি এবং আরবি ভাষায় কথা বলা বেশ কয়েকজন মানুষের আওয়াজ পাওয়া গেছে। খাসোগিকে প্রশ্নের পর প্রশ্ন করা হয়েছে, নির্যাতন করা হয়েছে এবং হত্যা করা হয়েছে।
খাসোগি নিখোঁজ, কিন্তু তাঁর হত্যার ব্যাপারে নিশ্চিত তুরস্ক কর্তৃপক্ষ। এরপরও তুরস্ক সরকার সৌদি কর্তৃপক্ষের সঙ্গে ঘটনাটি যৌথভাবে তদন্ত করতে রাজি হয়েছে। সৌদির একটি প্রতিনিধিদল গতকাল তুরস্কে পৌঁছেছে। সপ্তাহজুড়ে দুই পক্ষের মধ্যে আলোচনা হবে বলে আশা করা যাচ্ছে। এর আগের দিন বৃহস্পতিবার সৌদি রাজপরিবারের প্রভাবশালী ব্যক্তি প্রিন্স খালেদ আল-ফয়সাল তুরস্কে এসেছিলেন। তিনি দুই দেশের মধ্যে কূটনৈতিক সংকট সমাধানের চেষ্টা করছেন। তাঁর সফরের সময় দুই দেশের যৌথ তদন্তের সিদ্ধান্ত হয়।

এদিকে সৌদি কর্তৃপক্ষ শুরু থেকেই এসব অভিযোগ অস্বীকার করে আসছে। সৌদির রাষ্ট্রীয় বার্তা সংস্থায় প্রকাশিত খবর অনুসারে, সৌদির স্বরাষ্ট্রমন্ত্রী যুবরাজ আবদুলাজিজ বিন সৌদ বিন নাইফ বিন আবদুলাজিজ আল সৌদ বলেছেন, ‘তাঁকে (খাসোগি) হত্যার নির্দেশ দেওয়ার তথ্য মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ।’ তাঁর ভাষায়, সৌদি চায়, ঘটনার ‘পুরো সত্য’ বেরিয়ে আসুক।

যাঁর দিকে অভিযোগের তির, সেই ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ব্লুমবার্গকে দেওয়া সাক্ষাৎকারে খাসোগি নিখোঁজের ঘটনায় সৌদি আরবের জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেছেন। খাসোগি ওই দিন কনস্যুলেট ভবনে এসেছিলে স্বীকার করে তিনি বলেন, কাজ শেষে খাসোগি কনস্যুলেট ভবন থেকে বেরিয়েও গেছেন।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, খাসোগি ‘বেরিয়ে গেছেন’ বলে দায় এড়াতে পারে না সৌদি আরব।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তাঁর জামাতা জারেদ কুশনারের সঙ্গে ক্রাউন প্রিন্সের এখন সুসম্পর্ক রয়েছে। বিষয়টি নিয়ে খুব একটি উচ্চাবাচ্য করতে না চাইলেও সিনেটের ক্রমাগত চাপের মুখে পড়েছেন ট্রাম্প। বুধবার বব কোর্কারের নেতৃত্বে মার্কিন সিনেটে দ্বিদলীয় ২২ জন সিনেটর প্রেসিডেন্ট ট্রাম্পের হস্তক্ষেপ চেয়ে একটি চিঠি স্বাক্ষর করেছেন। খাসোগির বিরুদ্ধে কোনো অপরাধ হয়ে থাকলে তাঁর তদন্ত চেয়েছেন তাঁরা।
ইন্দোনেশিয়ার সুলাউসিতে সুনামির ধ্বংসচিত্র

ইন্দোনেশিয়ার সুলাউসিতে সুনামির ধ্বংসচিত্র

ইন্দোনেশিয়ার সুলাউসিতে সুনামির ধ্বংসচিত্র

 শুক্রবারের ভয়াবহ ভূমিকম্প ও সুনামিতে ইন্দোনেশিয়ার সুলাউসি রাজ্যে মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে।

ইন্দোনেশিয়ার সুলাউসিতে সুনামির ধ্বংসচিত্র
 
সুনামিতে উপকূলীয় শহর পালু'র অনেক ভবন ১০ ফুট পর্যন্ত পানির নিচে চলে যায় ।

 ইন্দোনেশিয়ার সুলাউসিতে সুনামির ধ্বংসচিত্র
 ঘরবাড়ি, হোটেল, শপিং মল সবই এখন ধ্বংসস্তুপ।

ইন্দোনেশিয়ার সুলাউসিতে সুনামির ধ্বংসচিত্র
 ইন্দোনেশিয়ার অবস্থান প্যাসিফিক 'রিং অফ ফায়ার'-এ হওয়ায় প্রায়ই ভূমিকম্পের ঘটনা ঘটে।

ইন্দোনেশিয়ার সুলাউসিতে সুনামির ধ্বংসচিত্র

ইন্দোনেশিয়ার সুলাউসিতে সুনামির ধ্বংসচিত্র

ইন্দোনেশিয়ার সুলাউসিতে সুনামির ধ্বংসচিত্র

ইন্দোনেশিয়ার সুলাউসিতে সুনামির ধ্বংসচিত্র

ইন্দোনেশিয়ার সুলাউসিতে সুনামির ধ্বংসচিত্র

ইন্দোনেশিয়ার সুলাউসিতে সুনামির ধ্বংসচিত্র

ইন্দোনেশিয়ার সুলাউসিতে সুনামির ধ্বংসচিত্র

ইন্দোনেশিয়ার সুলাউসিতে সুনামির ধ্বংসচিত্র

ইন্দোনেশিয়ার সুলাউসিতে সুনামির ধ্বংসচিত্র

'জাতীয় দল নিয়ে ভাবিনি, খেলা নিয়ে ভেবেছি' - ৩০ বছর বয়সে জাতীয় দলে ডাক পাওয়া ক্রিকেটার ফজলে মাহমুদ

'জাতীয় দল নিয়ে ভাবিনি, খেলা নিয়ে ভেবেছি' - ৩০ বছর বয়সে জাতীয় দলে ডাক পাওয়া ক্রিকেটার ফজলে মাহমুদ

 
'জাতীয় দল নিয়ে ভাবিনি, খেলা নিয়ে ভেবেছি' - ৩০ বছর বয়সে জাতীয় দলে ডাক পাওয়া ক্রিকেটার ফজলে মাহমুদ
ক্রিকেটার ফজলে মাহমুদ

তিরিশ বছর বয়সে বাংলাদেশের জাতীয় দলে ডাক পাওয়া ক্রিকেটারের সংখ্যা কমই।

তবে সেই রেকর্ডে নতুন নাম হিসেবে আসছেন ফজলে মাহমুদ রাব্বি।
২০০৪ সালে ঘরোয়া ক্রিকেটে অভিষিক্ত এই ক্রিকেটার সম্প্রতি জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে ডাক পেয়েছেন।
তবে যেখানে বাংলাদেশে ১৯ থেকে ২৫ বছর বয়সের মধ্যে স্বভাবত একজন ক্রিকেটারের অভিষেক হয়ে যায়, সেখানে কি রাব্বি কখনো ভেবেছেন যে ৩০ বছর বয়েসে জাতীয় দলে ডাক পাবেন?
না, তিনি ভাবেন নি।
বিবিসি বাংলাকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, "একটা সময় আর জাতীয় দলের নিয়ে ভাবিনি, শুধু খেলা নিয়ে ভেবেছি। আমি প্রফেশনার ক্রিকেটার সেভাবেই ভেবেছি।"

Saturday, October 6, 2018

 সাকিবের আঙুল আর কখনো শতভাগ ঠিক হবে না !

সাকিবের আঙুল আর কখনো শতভাগ ঠিক হবে না !


সাকিবের আঙুল আর কখনো শতভাগ ঠিক হবে না!

 সাকিবের আঙুল আর কখনো শতভাগ ঠিক হবে না ! 

 বাঁ হাতের কড়ে আঙুলের চোট দেখাতে কাল রাতে অস্ট্রেলিয়া গেছেন সাকিব আল হাসান। চোট সারাতে সাকিবের অস্ত্রোপচারের বিকল্প নেই। তবে অস্ত্রোপচার নির্ভর করছে সংক্রমণ কমার পর। যাওয়ার আগে সাকিব জানিয়ে গেছেন, তাঁর আঙুল আর আগের জায়গায় কখনো ফিরবে না!

 সাকিবের আঙুল আর কখনো শতভাগ ঠিক হবে না !

কাল রাত ১০টায় সাকিব আল হাসান রওনা দিয়েছেন অস্ট্রেলিয়ায়। উদ্দেশ্য, অস্ট্রেলিয়ান শল্যবিদ মেলবোর্নেও বিশেষজ্ঞ চিকিৎসক গ্রেগ হয়কে চোট পাওয়া বাঁ হাতটা দেখানো এবং অস্ত্রোপচার নিয়ে আলোচনা করা। কিন্তু রওনা দেওয়ার আগে সাকিব এক মন খারাপের খবরই শুনিয়ে গেছেন। জানিয়েছেন, তাঁর আঙুলটা আর কখনোই ফিরে আসবে না আগের জায়গায়।
জানুয়ারিতে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে চোট পেয়েছিলেন বাঁ হাতের কড়ে আঙুলের গোড়ায়। এই চোট কোনোভাবে সামলে খেলে গেছেন গত নয় মাস। এখন চোট সারাতে সাকিবের অস্ত্রোপচারের বিকল্প নেই। তবে অস্ত্রোপচার বিলম্বিত হচ্ছে হাতে সংক্রমণ হওয়ায়। আপাতত সাকিব অস্ট্রেলিয়ায় যাচ্ছেন হাতের সংক্রমণের ব্যাপারে অস্ট্রেলিয়ান চিকিৎসকের পরামর্শ নিতে ও অস্ত্রোপচারের সম্ভাব্য সময় ঠিক করতে। উড়ান ধরার আগে কাল রাতে সংবাদমাধ্যমে যেটি জানিয়ে গেছেন সাকিব, সেটি শুনলে মনই খারাপ হয়ে যাবে দেশের ক্রিকেট সমর্থকদের, ‘সংক্রমণ সবচেয়ে বড় দুশ্চিন্তার জায়গা। ওটা যতক্ষণ পর্যন্ত জিরো পার্সেন্টে না আসবে, ততক্ষণ পর্যন্ত কোনো শল্যবিদ অস্ত্রোপচার করবে না। ওখানে হাত দিলে হাড়ে চলে যাবে, আর হাড়ে চলে গেলে পুরো হাত নষ্ট! এখন আসল ব্যাপারটা হচ্ছে কীভাবে সংক্রমণটা কমানো যায়। এই আঙুলটা আর কখনো শতভাগ ইয়ে (ঠিক) হবে না। যেহেতু নরম হাড়, আর কখনো জোড়া লাগার সম্ভাবনা নেই। পুরোপুরি ঠিক হবে না। অস্ত্রোপচার করে ওরা এমন একটা অবস্থায় এনে দেবে হাতটা, ব্যাট ভালোভাবে ধরতে পারব, ক্রিকেট চালিয়ে যেতে পারব।’


খালেদা জিয়াকে বিএসএমএমইউতে নেওয়া হবে বিকেলে

খালেদা জিয়াকে বিএসএমএমইউতে নেওয়া হবে বিকেলে

খালেদা জিয়াকে বিএসএমএমইউতে নেওয়া হবে বিকেলে 


খালেদা জিয়াকে বিএসএমএমইউতে নেওয়া হবে বিকেলে
খালেদা জিয়া
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) নেওয়া হবে বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দীন।
কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিএসএমএমইউতে চিকিৎসার জন্য কেবিন ব্লকের একটি কেবিন তৈরি রাখা হয়েছে। এরইমধ্যে কারাগারের সামনে ফায়ার সার্ভিসের একটি গাড়ি অবস্থান করছে।
পুরান ঢাকার পুরনো কেন্দ্রীয় কারাগার থেকে খালেদা জিয়ার তিনটি লাগেজ ও হ্যান্ডবেগ নিয়ে যাওয়া হয়েছে। সকাল সাড়ে ১০টার দিকে এসব জিনিস নিয়ে যান বিএনপি চেয়ারপারসনের বাসার কেয়ারটেকার মাসুদ ও ড্রাইভার জলিল।
অন্যদিকে জেল সুপার ইকবাল কবির চৌধুরী বেলা ১১টার দিকে জেলখানার ভেতরে প্রবেশ করেন। এর কিছু সময় পরই কয়েকজন নারী কারারক্ষীকে কারাগারের ভেতরে প্রবেশ করতে দেখা যায়।
উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছর কারাদণ্ড পেয়ে গত ৮ ফেব্রুয়ারি থেকে পুরান ঢাকার পুরনো কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন খালেদা।

কাচ্চি বিরিয়ানি | How to Make Kacchi Biryani | Bangladesh [বাংলাদেশ]

কাচ্চি বিরিয়ানি | How to Make Kacchi Biryani | Bangladesh [বাংলাদেশ]


How to Make Kacchi Biryani


How to Make Kacchi Biryani
Kacchi Biryani



বিরানির অনেক রকমের নাম আছে
যেমন: পাঞ্জাবি মুর্গ বিরিয়ানি, ক্যালকাটা বিরিয়ানি, কাচ্চি বিরিয়ানি, মুরগ পোলাও। এগুলির মধ্যে আমাদের বাংলাদেশে যেটা সবচাইতে জনপ্রিয়ভাবে তৈরী হয় কাচ্চি বিরিয়ানি। কাচ্চি বিরিয়ানি আমাদের বাংলাদেশী বিরিয়ানি। বিরিয়ানির সাথে তেহারীর পার্থক্য হলো বিরিয়ানিতে মাংসের টুকরা বেশ বড় হয়।
বিরিয়ানি নাম শুনলেই জিভে যেমন পানি চলে আসে।


কাচ্চি বিরিয়ানি তৈরী করতে যা যা লেগেছে –

How to Make Kacchi Biryani
  1.     খাসির মাংস ১ কেজি
  2.  সুগন্ধি পোলাওর চাল ০.৫ কেজি
  3.  গোলাপ জল ২ টেবিল চামুচ
  4. টক দৈ ১ কাপ
  5. আদা বাটা ১.৫ টেবিল চামুচ
  6. আলু ০.৫ কেজি
  7. গরম মশলার গুঁড়ি ১ টেবিল চামুচ
  8.     ঘি
  9. রান্নার তেল ০.৫ কাপ
  10. বাটা জয়ফল ১ চা চামুচ
  11. শুকনো মরিচের গুঁড়ি ১ চা চামুচ
  12. জয়ত্রী প্রায় ২ গ্রাম
  13. রসুন বাটা ২ টেবিল চামুচ
  14. বিরিয়ানিতে ২ টেবিল চামুচ
  15. পিঁয়াজ বেরেস্তা ১ কাপ
  16.  লবণ স্বাদ অনুযায়ী প্রয়োজন মতো
  17. আলু ঝলসাতে ১ চা চামুচ
  18. ফুল ক্রিম দুধ ১ কাপ
  19. জর্দ্দার রঙ প্রয়োজন মতো
  20. শাহী জিরা ১ চা চামুচ
  21. আটা প্রয়োজন মতো
  22. আলু বোখারা ৪/৫ টি
  23.  মৌরি – আধা চা চামুচ
  24. কেওড়ার জল ২ টেবিল চামুচ
 গরম মশলার গুঁড়িতে যা আছে -
    1. জিরা – ১ চা চামুচ
    2.  এলাচ – ৩/৪ টি 
    3. দারুচিনি ৫ সেন্টি মিটারের মতো
    4.  গোল মরিচ – ৭/৮ টি
    5.  লং – ৭/৮ টি
    6.  গোটা ধনিয়া – আধা চা চামুচ
    7. শাহী জিরা – ১ চা চামুচ ( বেশী দিলে ভালো লাগবেনা ) 
How to Make Kacchi Biryani

আশাকরছি রেসিপিটি সবার কাজে আসবে এবং বিরিয়ানি রান্না নিয়ে আর কারও কোনো আতঙ্ক থাকবেনা।
গুজব ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার ২ | BD NEWS

গুজব ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার ২ | BD NEWS

গুজব ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার ২
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার রাতে খালিদ ও হিজবুল্লাহকে উত্তরা থেকে গ্রেপ্তার করা হয়।
শনিবার বিকালে কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে এ বিষয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন র‍্যাব ১-এর উত্তরা কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ রাকিবুজ্জামান।