Sunday, October 14, 2018

'জাতীয় দল নিয়ে ভাবিনি, খেলা নিয়ে ভেবেছি' - ৩০ বছর বয়সে জাতীয় দলে ডাক পাওয়া ক্রিকেটার ফজলে মাহমুদ

 
'জাতীয় দল নিয়ে ভাবিনি, খেলা নিয়ে ভেবেছি' - ৩০ বছর বয়সে জাতীয় দলে ডাক পাওয়া ক্রিকেটার ফজলে মাহমুদ
ক্রিকেটার ফজলে মাহমুদ

তিরিশ বছর বয়সে বাংলাদেশের জাতীয় দলে ডাক পাওয়া ক্রিকেটারের সংখ্যা কমই।

তবে সেই রেকর্ডে নতুন নাম হিসেবে আসছেন ফজলে মাহমুদ রাব্বি।
২০০৪ সালে ঘরোয়া ক্রিকেটে অভিষিক্ত এই ক্রিকেটার সম্প্রতি জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে ডাক পেয়েছেন।
তবে যেখানে বাংলাদেশে ১৯ থেকে ২৫ বছর বয়সের মধ্যে স্বভাবত একজন ক্রিকেটারের অভিষেক হয়ে যায়, সেখানে কি রাব্বি কখনো ভেবেছেন যে ৩০ বছর বয়েসে জাতীয় দলে ডাক পাবেন?
না, তিনি ভাবেন নি।
বিবিসি বাংলাকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, "একটা সময় আর জাতীয় দলের নিয়ে ভাবিনি, শুধু খেলা নিয়ে ভেবেছি। আমি প্রফেশনার ক্রিকেটার সেভাবেই ভেবেছি।"

SHARE THIS

0 comments: